বাকলিয়ায় পাথরের আঘাতে নাইট গার্ড খুন

 

বাকলিয়ায় মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন সোহেল (২৮)এর পাথরের আঘাতে নাইট গার্ড মোঃ ইউসুফ (৬২)খুন, ঘটনাস্থল থেকে গ্রেফতার খুনি।”
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন ১৯ নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়ার বৌবাজার রাবেয়া মঞ্জিলের সামনে মাদকাসক্ত সোহেল এর পাথরের আঘাতে ঘটনাস্থলেই খুন হন নাইট গার্ড মোঃ ইউসুফ (৬২), মৃত ইউসুফ প্রায় ২০ বছর যাবত বৌবাজার ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে উক্ত পেশায় নিয়োজিত আছেন বলে ব্যবসায়ীরা জানান।তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন মইয়াকান্দা গ্রামের মৃত নুরু মিয়ার বড় ছেলে, তিন ভাই এক বোনের মধ্যে মৃত ইউসুফ দ্বিতীয় সন্তান। তিনি সংসার জীবনে ছয় পুত্র ও তিন কন্যা সন্তানের জনক।কর্মজীবনে মোঃ ইউসুফ অত্যন্ত বিশ্বস্ত দায়িত্বশীল বলে ব্যবসায়ী ও এলাকাবাসী জানান। বর্তমানে তিনি বৌবাজারে রয়েল কলোনির বাসিন্দা। হত্যাকারী সোহেল দীর্ঘ দিন ধরে বৌবাজার এলাকায় একজন মাদকাসক্ত ও চুরি ছিন্তায় কাজের সাথে জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেন। এলাকার লোকজন এর কাছ থেকে জানা যায় কয়েক দিন ধরে আসামি সোহেল(২৮) চুরি এবং মাদক সেবনে ব্যাপরোয়া হয়ে উঠেছে, প্রতিদিন সে পথচারী, নারী পুরুষ শিশুদেরকে সহ সবাইকে টাকার জন্য ভয়ভীতি ও হামলা করতো,সে ধারাবাহিকতায় আজ ভোর চারটায় উল্লেখিত ঘটনা হয়েছে বলে এলাকাবাসী,প্রত্যক্কদর্শী ও প্রশাসনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। প্রত্যক্কদর্শীদের ঘটনার বিবরণে জানা যায় আসামি সোহেল প্রায়ই নাইট গার্ড মোঃ ইউসুফকে সিগারেট এবং টাকার জন্য বিরক্তি করতো,ঘটনার দিন ভোর সাথে তিনটার দিকে আসামি সোহেল দোকানে চুরি করার জন্য প্রস্তুতি নিলে সম্ভবত নাইট গার্ড মোঃ ইউসুফ তাতে বাঁধা দেন আর তাতেই আসামি সোহেল নাইট গার্ড মোঃ ইউসুফ এর মাথায় পাথর দিয়ে পঁচিশ থেকে ত্রিশটা আঘাত করে সাথে সাথে মোঃ ইউসুফ মাটিতে লুটিয়ে পড়ে,এলাকার লোকজন ইউসুফের আত্মচিৎকারে এগিয়ে আসে এবং টহল পুলিশের সহযোগিতা ঘটনাস্থল থেকে আসামিকে গ্রেফতার করে এবং আহত ইউসুফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিবরণে আসামি সোহেল বর্তমানে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার আছেন।আসামী সোহেল কুমিল্লা মুরাদনগর থানাধীন বাখরনগর( থুল্লা) গ্রামের মৃত মনু মিয়ার পুত্র। উল্লেখ্য যে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিএমপির পুলিশের ডিসি জনাব মোস্তাফিজ সাহেব এসময় আরো উপস্থিত ছিলেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুর রহিম, ওসি তদন্ত রমিজ আহমেদ, এস আই নুরুল ইসলাম ( অপারেশন অফিসার), এস,আই ইমরান,এএসআই মিঠুন, এএসআই লুৎফর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যবসায়ী নেতৃ বৃন্দ।পরিদর্শন কালে তিনি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলার রুজুকরার বাকলিয়া থানা পুলিশের প্রতি নির্দেশ দেন এবং নিহতের পরিবার এর প্রতি গভীর সমবেদনা জানান সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.