ড.আবু রেজা নদভী এমপি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ড.আবু রেজা নদভী এমপি নাইট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সাতকানিয়া মাদার্শা পূর্ব বাবুনগর ড.আবু রেজা নদভী এমপি নাইট শটপিচ ক্রিকেট গ্রাউন্ড শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে ৮টায় এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচটি রিয়াজুদ্দিন বাজার মোবাইল প্লাস একাদশ বনাম মক্কার বাড়ী ক্রিকেট একাদশ মধ্যে অনুষ্ঠিত হয়। রাত ৮টায় শুরু হয় খেলা।

টসে জিতে রিয়াজুদ্দিন বাজার মোবাইল প্লাস একাদশ নামক দলটি বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আর ব্যাটিংয়ে নেমে রিয়াজুদ্দিন বাজার মোবাইল প্লাস একাদশ টিমকে ৭১ রানের টার্গেট মক্কার বাড়ি ক্রিকেট একাদশ।

নির্ধারিত দশ ওভারের জন্য ব্যাটিংয়ে রিয়াজুদ্দিন বাজার মোবাইল প্লাস একাদশ ব্যাটিংয়ে নেমে ৩৭ রান তুলতেই সব উইকেটের পতন ঘটায়। খেলায় বিজয়ী দল মক্কার বাড়ি ক্রিকেট একাদশ এর ব্যাটসম্যান মাসুদ ৩৪ রানে অপরাজিত থাকেন এবং ম্যান অব দ্য ম্যাচ হন।
মোহাম্মদ কায়সার হামিদ এর সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন আমানউল্লাহ আমান ও মোহাম্মদ ফারুক।
ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা।
আয়োজক কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন বেলাল সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসিন আরফাত,মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মোহাম্মদ সেলিম,আওয়ামিলীগ নেতা মোহাম্মদ জাকারিয়া,মহানগর যুবলীগ নেতা রুবেল সিকদার,মাদার্শা ইউনিয়ন প্যানেল ১ নং চেয়ারম্যান আবুল হোসেন মনু,ওয়ার্ড় আওয়ামী লীগের সভাপতি সার্ভেয়ার আবুল কালাম,জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,সার্ভিয়ার আমিন শফি, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ওয়াসিম আলী,মনির আহমদ,দিঘির পাড় রেস্টুরেন্টে এর পরিচালক আবু তাহের মিন্টু,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম,মোহাম্মদ আলমগীর, জিহানুর রহমান চৌধুরী, মোহাম্মদ আজাদ, মিজানুর রহমান প্রমূখ।

আয়োজকরা জানান, দুই বছর ধরে ধারাবাহিকভাবে এ ক্রিকেট খেলার আয়োজন করা হচ্ছে। এবারে ২য় আসরে ড.আবু রেজা নদভী এমপি নাইট শটপিচ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩ এর শুরুটা হয় গত ২০ জানুয়ারি রাতে। মোট ১৬টি দল খেলায় অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.