চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলার মৌলভী বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করায় ও ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ভ্রাম্যমান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জিমরান মোহাম্মদ সায়েক। আজ ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে চন্দনাইশ উপজেলাধীন মৌলভী বাজার সংলগ্ন এলাকায় বাজার মনিটরিং করা হয় এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করা হয়। এসময় দ্রব্যমূল্য প্রদর্শন না করায় ও অনুমোদনবিহীন ভাবে মুদির দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় পণ্য পাটজাত মোড়কে বাধ্যতামূলক আইন ২০১০ এর ১৪ ধারায় মের্সাস কুটুম ষ্টোর এর মালিক শাহজাহান কে ৫ হাজার টাকা ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় কালী হাটে অবস্থিত মা কালী মিষ্টি ভান্ডার এর মালিক সুজিত দেবকে ১০ হাজার টাকা সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি জিমরান মোহাম্মদ সায়েক সত্যতা নিশ্চিত করেন।