লোহাগাড়ায় আওয়ামী লীগের অফিস ভাঙচুরে জামায়াত ক্যাডার দেলোয়ার এর রিমান্ড মঞ্জুর

লোহাগাড়া প্রতিনিধি:

লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর, অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফেরণের ঘটনায় জামায়াত ক্যাডার দেলেয়ার হোসেন ভুট্টুকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক উভয় পক্ষের শুনানি শেষে আসামি দেলোয়ার হোসেন ওরপে ভন্ড দেলোয়ার এর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আগামী ৭ দিনের মধ্যে রিমান্ড শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এই প্রতিবেদককে জানিয়েছেন।

দেলেয়ার হোসেন ভুট্টু লোহাগাড়ার আধুনগর সর্দানী পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে। তার বিরুদ্ধে লোহাগাড়া থানাসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রযেছে।

চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর, অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফেরণ আইনের মামলার তদন্তে সে জড়িত থাকার অভিযোগে গত ১৪ ফেব্রুয়ারি
দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুম চৌধুরী। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মির্জা কচির উদ্দিন, সহকারী পাবলিক প্রসিকিউটর মোসলেহ উদ্দিন।

আসামি দেলোয়ার হোসেন পক্ষে ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট উপল নাথ , অ্যাডভোকেট মুহিত সহ বেশ কয়েকজন আইনজীবী।

মন্তব্য করুন

Your email address will not be published.