হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চ প্রদত্ত ঐতিহাসিক ভাষণের দিনটিকে ঐতিহাসিক ৭ই মার্চ, ২০২৩ জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষ্যে কলেজে সকাল ১০ টার সময় বর্ণাঢ্য র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বাকলিয়া শহিদ নূর হোসেন-ডাঃ মিলন-মোজাম্মেল-জেহাদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কর্ণধার মোহাম্মদ আজমীর শাহ্ এর নেতৃত্বে পুষ্পক বর্গ অর্পন করেন কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে মোঃ হাসান রানা, পলাশ চন্দ্র দেব নাথ, মোঃ আলাউদ্দিন,শুভ চৌধুরী, জাহেদ ইসলাম, মোহাম্মদ আরফাত,নওসাত জামাল ২য় বর্ষের মোহাম্মদ রাজু,মোহাম্মদ পারভেজ,মনির,দুর্জয়, সহ আরো অনেকে। এসময় সিনিয়র নেতারা সাধারণ ছাত্রদের মাঝে তুলে ধরেন ৭ ই মার্চের বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন আজ। আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ডাক দেন। ৭ মার্চ একটি জাতির পূর্ণাঙ্গ ইতিহাস। পৃথিবীর প্রতিটি তরুণ আধুনিক,গণতান্ত্রিক, উদার, অসাম্প্রদায়িকার দীক্ষা পায় ৭ মার্চের ভাষণ থেকে;শিক্ষা পায় মাথা নত না করার,অস্ত্রের মুখে দাঁড়িয়েও দেশমাতৃকার প্রশ্নে আপোষ না করার,সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার,গণতান্ত্রিক ব্যবস্থাকে পাশ কাটিয়ে সামরিক বা সন্ত্রাসী কর্মকান্ডের প্রতি আকৃষ্ট না করার।