সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়ায় ব্যবসায়ীকে পাওনাদারকে দেনাদারের বাড়ি দেখিয়ে দেওয়ায় আরেক ব্যবসায়ীকে রাস্তায় ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া উত্তর পাড়া মাঝর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
এতে মোহাম্মদ আব্দুল মালেক নামে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আব্দুল মালেক কেরানীহাট নিউ মার্কেটে মোবাইলের দোকান করেন। তার বাড়ি নলুয়া ইউনিয়নের মরফলা বাজার পূর্ব নলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।
অভিযুক্তরা হলেন— ওই এলাকার মো. খোকন (৩০), মো. শাহাদাত হোসেন (২৮) ও মো. ইরফান প্রঃ মেসি (২৬)।
অভিযোগ সূত্রে জানা গেছে, খোকনের কাছ থেকে অন্ধ হানিফ নামে বায়তুশ শরফ মার্কেটের নিচের এক আতর ব্যবসায়ী টাকা পান। ভুক্তভোগী মালেকের কাছ থেকে খোকনের ঠিকানা জানতে চান। সেসময় তিনি ব্যবসায়ী হানিফকে খোকনের বাড়ি চিনিয়ে দেন। এতেই ক্ষিপ্ত হন খোকন। পরে তাকে নানাভাবে হুমকি ধামকির পর রাতে একা পেয়ে পথে খোকনের নির্দেশে হামলা করে বসেন অন্যান্যরা। তাকে মারধরের একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযোগ করলে প্রাণে মারার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে নলুয়ার ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর আহমদকে ঘটনার বিষয়ে কল করা হলে তিনি ঘটনার বিষয়ে জানলেও ঘটনার সময়ে ছিলেননা বলে জানান তবে তিনি উভয়পক্ষকে বসিয়ে সমঝোতা করার চেষ্টা চালাচ্ছেন বলে জানান।
এদিকে থানায় দায়ের করার অভিযোগসূত্রে অভিযুক্ত মো:শাহাদাতকে কল করা হলে শাহাদাত বলেন আমি ভাই প্রথম পক্ষ কিংবা দ্বিতীয় পক্ষের কেউ না যেহেতু এলাকার বিষয় তাই আমি সমাধান করার চেষ্টা করেছি মাত্র ওখানেই আব্দুল মালেক ঘটনা করে ফেলছে।
আমি কেমন তা আপনি এলাকায় খবর নিয়ে দেখেন।
এদিকে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে-শাহাদাত সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাথে জড়িত অপরদিকে ঘটনায় আহত মালেক সাতকানিয়া কেরানিহাটের মোবাইল ব্যবসায়ি।
আব্দুল মালেক বলেন-আমি থানায় এজাহার দায়ের করেছি এটা যে কোন উপায়ে আমি মামলা করব,কারণ আমাকে সম্পূর্ণ নির্দোষে হামলা করা হলো। আমি প্রশাসন থেকে এটার সুষ্ঠু বিচার আশা করি।