চট্টগ্রামের বাঁশখালীতে জমি সংক্রান্ত বিরোধে শাহাবুদ্দিন নামে এক যুবক হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ হাসান (২৭), নুর হোসেন (৫৩), নয়ন (২৩), রাজিয়া বেগম (৪০), বাহাদুর আলম (৩৫), মো. মানিক হাসান (৩৪), মো. রাকিব (১৭) ও সাইদুল ইসলাম সিহান (১৬)। তাদের বাড়ি বাঁশখালী উপজেলার কাথারিয়া গ্রামে।
পুলিশ জানায়, স্থানীয় শাহাবুদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল তার চাচাতো ভাইদের সঙ্গে। বুধবার সকালে ভাইদের নিয়ে জমি থেকে মাটি কাটতে নামেন শাহাবুদ্দিন। এ সময় তার চাচাতো ভাইরা বাধা দেন। একপর্যায়ে মাছ শিকারের টেটা মেরে শাহাবুদ্দিনকে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।