ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলিহা (৮) ও মাসুমা (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১২ টার দিকে হারুয়ালছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আন্দারমানিক এলাকার পূর্বপাড়া মসজিদ পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত আলিহা ও মেয়ে এবং মাসুমা ওই এলাকার মো. শাহ জালালের মেয়ে।
হারুয়ালছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসমাইল বাংলানিউজকে বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে পুকুরে গোসল করতে যায় তারা দুই জন।
দীর্ঘক্ষণ ধরে ঘরে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে দুই জনের মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একনিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।