মাদরাসায় ছেলেকে আনতে গিয়ে পেল লাশ

চট্টগ্রাম নগরের মেহেদী বাগের মেহেদী টাওয়ারে অবস্থিত দারুস শেফা নামে একটি মাদ্রাসা থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই ছাত্রের নাম সাবিব সায়হান (৯)। তার বাবার নাম মশিউর রহমান। সাবাবের গ্রামের বাড়ি কুমিল্লায়। মা-বাবা মার সঙ্গে সে নগরের দামপাড়া পল্টন রোড়ে বাসায় থাকত।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শিশুর বাবা মশিউর রহমান বলেন, প্রতিদিন আমি আমার ছেলেকে সকালে মাদ্রাসায় দিয়ে আসি আর সন্ধ্যায় বাসায় নিয়ে যাই। সোমবার সন্ধ্যায় মাদ্রাসায় গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ছেলে নিচে না নামলে আমি শিক্ষকদের বললে তারা বলে, পাঠাচ্ছি। আরেকজন বলে বাথরুমে গেছে, চলে আসবে। এভাবে প্রায় ২০ মিনিট পর এক ছাত্র ওপর থেকে আমাকে বলে, ‘আংকেল তাড়াতাড়ি ওপরে আসুন সাবাবের অবস্থা ভালো না। তখন আমি দৌড়ে ৩তলা পর্যন্ত গিয়ে দেখি তারা আমার ছেলেকে ধরাধরি করে হাসপাতালে নিচ্ছে। জানতে চাইলে বলে গলায় ফাঁস দিয়েছে। তখন দ্রুত তাকে পাশের ম্যাক্স হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, আমার ছেলে আর বেঁচে নেই।
তিনি বলেন, আমার ছোট ছেলে কখনো আত্মহত্যা করতে পারে না। আমি তার গলায় ও মুখে আঘাতের চিহ্ন দেখেছি।

মন্তব্য করুন

Your email address will not be published.