সেন্টমার্টিন-টেকনাফে মার খেলেন চবি শিক্ষার্থীরা
সেন্টমার্টিনগামী জাহাজ বেক্রুজ-১ এর স্টাফদের হাতে দুই দফায় মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ২টার দিকে সেন্টমার্টিন জেটিঘাটে জাহাজের ভেতর প্রথম দফায় হামলা করা হয়।
পরে টেকনাফ জেটিঘাটে দ্বিতীয় দফায় হামলা হয়। এ ঘটনায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হৃদয় সাহা বলেন, সেন্টমার্টিন থেকে বেক্রুজে ফিরছিলেন চবির ৭৫ শিক্ষার্থী। মাঝপথে এসে বসার আসন থেকে শিক্ষার্থীদের তুলে দেন জাহাজের স্টাফরা। তুলে দেওয়ার কারণ জানতে চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করেন স্টাফরা। পরে জাহাজ টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছালে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। মারধরে ১০ জন আহত হয়েছেন।