স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে স্বেচ্ছাসেবক লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : সুজন
মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন বলেছেন, স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের সবচাইতে শক্তিশালী সহযোগী সংগঠন। এই সংগঠনটি শুধুমাত্র বর্তমান সময়ে নয়, ভাষা আন্দোলন হতে স্বাধীনতা সংগ্রাম, অতঃপর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি ক্রান্তিকালে যোগ্য ভুমিকা রেখেছে যা চিরস্মরণীয়। এমনকি নব্বইয়ের দশকে তৎকালীন স্বৈরাচারীনি খালেদার হাত থেকে দেশকে মুক্তির জন্য স্বেচ্ছাসেবক লীগকেই শেখ হাসিনা খুঁজে নিয়েছিলেন।
নগরীর অলংকার মোড়ে সোমবার (১৩ মার্চ) মহানগর স্বেচ্ছাসেবক লীগের পাহাড়তলী থানার সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘১৯৯৪ সালে সংগ্রামী নেতা বাহাউদ্দীন নাছিম এর হাতেই সংগঠনের দায়িত্বভার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪১ স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরনের পথে স্বেচ্ছাসেবক লীগ গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।’
মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির উপ আইন বিষয়ক সম্পাদক এড জিসান মাহমুদ ও মহানগর সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১২নং সড়াইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর নুরুল আমীন, চট্টগ্রাম ১০ আসনের মাননীয় সাংসদ আফছারুল আমিনের জৈষ্ঠ পুত্র জনাব ফয়সাল আমীন, স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদ সদস্য বিশ্বজিত হালদার, সাবেক কাউন্সিলর সাবের আহম্মদ, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব ওয়াহিদুল আমীন, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জনাব শওকত আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাউন্সিলর আবুল হাসনাত মো বেলাল, সুজিত দাশ, মানোয়ার জাহান মনি, আজিজ মিসির, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মো সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য প্রমুখ।