পদোন্নতি পেলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ

 

সৈয়দ আককাস উদদীন

চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ পদোন্নতি পেয়েছেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তাকে কক্সবাজারে পদায়ন করা হয়েছে।

রবিবার (১৯ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতির আদেশ দেওয়া হয়।

এদিকে বিচক্ষণ ও সৎ ন্যায় বিচারকের বদলিতে হতাশ চট্টগ্রামের আইনজীবীরা। তবে তার পদোন্নতিতে বেজায় খুশি তারা।

অ্যাডভোকেট আবদুল লতিফ বলেন- মামলার মেরিটেই আদেশ দিতেন আমাদের কৌশিক স্যার, আসলেই স্যারের বিদায়ে আমরা হতাশ তবুও নিয়ম তো মানতে হবে স্যারের জন্য রইলো শুভকামনা।

তিনি আরো বলেন- আমাদের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুন্নাহার রুমি স্যার যতদিন আছেন ততদিন স্যারের নেতৃত্বে আদালতে সবাই সুবিচার পাবেন সেটাও আমরা মনে প্রাণে বিশ্বাস করি।

আদালতে আসা বিচারপ্রার্থী সাতকানিয়ার মো: মঈনুদ্দিন বলেন-কৌশিক স্যারের কাছে উকিল বড় নাকি ছোট কোন বিষয় ছিলনা, বিষয় ছিল মামলার অবস্থা কেমন তা -তাই সবাই সন্তুষ্ট ছিলেন স্যারের প্রতি।

তিনি আরো বলেন-স্যারের মত ভালো মানুষের পদোন্নতিতে আমরা খুশি যদিও স্যারকে হারাতে কষ্ট হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.