সৈয়দ আককাস উদদীন
চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ পদোন্নতি পেয়েছেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তাকে কক্সবাজারে পদায়ন করা হয়েছে।
রবিবার (১৯ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতির আদেশ দেওয়া হয়।
এদিকে বিচক্ষণ ও সৎ ন্যায় বিচারকের বদলিতে হতাশ চট্টগ্রামের আইনজীবীরা। তবে তার পদোন্নতিতে বেজায় খুশি তারা।
অ্যাডভোকেট আবদুল লতিফ বলেন- মামলার মেরিটেই আদেশ দিতেন আমাদের কৌশিক স্যার, আসলেই স্যারের বিদায়ে আমরা হতাশ তবুও নিয়ম তো মানতে হবে স্যারের জন্য রইলো শুভকামনা।
তিনি আরো বলেন- আমাদের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুন্নাহার রুমি স্যার যতদিন আছেন ততদিন স্যারের নেতৃত্বে আদালতে সবাই সুবিচার পাবেন সেটাও আমরা মনে প্রাণে বিশ্বাস করি।
আদালতে আসা বিচারপ্রার্থী সাতকানিয়ার মো: মঈনুদ্দিন বলেন-কৌশিক স্যারের কাছে উকিল বড় নাকি ছোট কোন বিষয় ছিলনা, বিষয় ছিল মামলার অবস্থা কেমন তা -তাই সবাই সন্তুষ্ট ছিলেন স্যারের প্রতি।
তিনি আরো বলেন-স্যারের মত ভালো মানুষের পদোন্নতিতে আমরা খুশি যদিও স্যারকে হারাতে কষ্ট হচ্ছে।