শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে— কাঞ্চনায় জেলা পরিষদ সদস্য আবদুল আলীম

চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবদুল আলীম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মাধ্যমে এদেশকে পেছনে ফেলে দিয়েছিল ষড়যন্ত্রকারীরা। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে।

রবিবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সবকিছুর মূলে যেহেতু ভাষা, তাই নিজের প্রতিভা প্রকাশের লক্ষ্যে মাতৃভাষার পাশাপাশি আরবি ও ইংরেজিতে দক্ষ হওয়ার বিকল্প নেই। ছাত্রছাত্রীদেরকে বাংলার পাশাপাশি আরবি ও ইংরেজিতে অনর্গল কথা বলার দক্ষতা অর্জন করতে হবে।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ ছালাম, কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামীয়া সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আব্দুল মন্নান সামসী, এতিমখানা সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ আহমেদ, ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ ফরহাদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জাফর আহমদ, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোজাহের বেগম, নুরুন্নিছা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

Your email address will not be published.