সাতকানিয়ায় মন্দিরের চোরাই স্বর্ণ বিক্রি করতে গিয়ে ধরা

চট্টগ্রামের চন্দনাইশ বরমা ইউনিয়নের শ্রী শ্রী জ্বালা কুমারী ও রাম ঠাকুর মন্দির এবং বৈলতলী ইউনিয়নের শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণের চোখ, টিকলি ও স্বর্ণপদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর আলম (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বৈলতলী ইউনিয়ন এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে, সাতকানিয়া সরোয়ার বাজারের বাসু কান্তি ধরের ‘মা স্বর্ণ বিতান’ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম উপজেলার বৈলতলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জাফরাবাদ আবুল হোসেন চেয়ারম্যান বাড়ি এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ জানায়, গত ১১ মার্চ আনুমানিক রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে চন্দনাইশ থানার বরমা ইউনিয়নের শ্রী শ্রী জ্বালা কুমারী ও রাম ঠাকুর মন্দিরের প্রতিমার গায়ে থাকা ৩টি স্বর্ণের চোখ ও ১টি টিকলি চুরির ঘটনা ঘটে, যার অনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

এর আগের দিন ১০ মার্চ সকাল ৬টা থেকে ৭টার মধ্যে একই উপজেলার বৈলতলী ইউনিয়নের শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির থেকে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণপদক চুরি হয়। এই দুই চুরির ঘটনায় অজিত মিত্র নামে এক ব্যক্তি বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানায়, বিষয়টি ধর্মীয় ও স্পর্শকাতর বিধায় পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত এবং সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও ব্যাপক তথ্য উপাত্ত পর্যালোচনা করে বৈলতলী ইউনিয়ন এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর চুরির কথা স্বীকার করেন এবং তার দেয়া তথ্যমতে সাতকানিয়া থানাধীন সরোয়ার বাজারের বাসু কান্তি ধরের স্বর্ণের দোকান ‘মা স্বর্ণ বিতান’ থেকে চুরি যাওয়া স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে সোমবার আদালতে প্রেরণ করা হবে— যোগ করেন এই কর্মকর্তা।

মন্তব্য করুন

Your email address will not be published.