বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে চান্দগাঁও থানার অন্তর্গত ওয়ার্ড সমূহে সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ মার্চ) নগরীর চান্দগাঁও পুরাতন থানার চত্বরে সম্মেলন আয়োজন সফল করার লক্ষ্যে এ ‘প্রস্তুতি সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
মেয়র বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ সবসময় জনগণের পাশে থেকে উন্নয়নে কাজ করে গেছে। সামনে নির্বাচন, এই নির্বাচনেও জনগণকে সাথে নিয়ে সরকারের উন্নয়নে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের কাজ করতে হবে। স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড।’
প্রধান আলোচক ছিলেন নগর আাওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ সাবেক চেয়ারম্যান জননেতা আব্দুচ ছালাম, প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল, মোহরা ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মামুন, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামি লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন।
বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, আজিজ মিছির, মিনহাজুল আবেদিন সায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দীন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপু এবং নগর স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ ও চান্দগাঁও থানা সমন্বয় কমিঠির সকল নেতৃবৃন্ধ।