২১ ঘণ্টা পর সাঙ্গুর তলদেশ থেকে ভেসে উঠলো নিখোঁজ শিশু

সাতকানিয়ায় সাঙ্গু নদীর তলদেশে নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর উদ্ধার হয়েছে শিশু সোহাগ হাসান। মঙ্গলবার সকালে সাঙ্গু রেল ব্রিজ এলাকায় পানিতে ভেসে ওঠে ওই শিশুর মরদেহ। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেহেরির পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বেলা বাড়তে থাকলে তারা ক্ষণিকের জন্য বিরতিতে যান। এরমধ্যেই ওই শিশুর মরদেহ ভেসে উঠে।

এরআগে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে গোসলে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হয় শিশু সোহাগ।

সোহাগ উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকার মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয়ভাবে ওই শিশুকে উদ্ধার চেষ্টা করে নিস্ফল হয়ে বিকেলে ইউএনও’র মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। পরে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা জোয়ারের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যা হয়ে গেলে উদ্ধার অভিযানে বিরতি দেয় তারা। এরপর চট্টগ্রাম ফায়ার সার্ভিস থেকে তিনজন ডুবুরি এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.