সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়েছে।
গত সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কেঁওচিয়ার মনতলা এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।
মঙ্গলবার (২৮ মার্চ) সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত এ তথ্য জানিয়েছেন।
আটকেরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার কালাচাঁদ পাড়ার নুরুল আমিনের ছেলে মোঃ শেফায়েত হোসেন (২২) ও ভরা মুহুরীর বাসিন্দা মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ আসিফ (২০)।
ওসি মো. ইয়াসির আরাফাত জানান, সোমবার দিবাগত রাতে কেরানীহাট-বান্দরবান সড়কের কেঁওচিয়ার মনতলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছিল ডাকাত দলের সদস্যরা। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে একটি পিকআপ ভ্যানসহ দুই ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে একটি কালো প্লাস্টিকের হাতলযুক্ত কাটার ও দুইটি কাঠের বাটযুক্ত রামদা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।