সাতকানিয়া প্রতিনিধি:
সোমবার (৩ এপ্রিল) বিকালে সাতকানিয়া উপজেলার দেওদিঘী, মির্জাখীল বাংলাবাজার ও পৌরসভা এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এক অভিযানে মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ তৈয়ব (২৬) ও আব্দুল জলিল (৫০) কে ২ হাজার টাকা করে এবং নির্দেশনা অমান্য করে সড়কে অস্বাস্থ্যকর পরিবেশে দোকান করায় ফৌজুল কবির (৪২) কে ১ হাজার টাকাসহ মোট ৩ টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া বাজারের দোকানিদেরকে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা প্রদান করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে সহযোগিতায় ছিলেন পুলিশ সদস্যবৃন্দ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।