বাংলাদেশকে ১৩৮ রানের লিড দিল আয়ারল্যান্ড

 

গতকাল টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বীরত্ব দেখিয়েছে আয়ারল্যান্ড। ইনিংস পরাজয়ের শঙ্কায় থাকা দলটার হয়ে কাল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন লরকান টাকার। দারুণ দুটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন হ্যারি ট্যাক্টর, অ্যান্ডি ম্যাকব্রাইন। এই তিনজনের ব্যাটে কালই সফরকারীদের লিড একশ পেরিয়েছিল। আজ অবশ্য লিডটা খুব বেশি এগিয়ে নিতে পারেনি আয়ারল্যান্ড।

৮ উইকেটে ২৮৬ রানে কাল তৃতীয় শেষ করা আয়ারল্যান্ড আজ গুটিয়ে গেছে ২৯২ রানে। যাতে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ১৩৮ রানের লিড পেয়েছে আয়ারল্যান্ড। ইতোমধ্যেই এই লিড তাড়া করতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ।

শুক্রবার (৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা আয়ারল্যান্ড আজ থেমেছে বাংলাদেশের পেসে। সকালের আদ্রতা কাজে লাগিয়ে দারুণ বোলিং করেছেন বাংলাদেশি পেসার ইবাদত হোসেন চৌধুরী। ইবাদতেই বাকি দুই উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড।

সকালে ইবাদতের ফুলার লেংথের বলে সরাসরি বোল্ড হয়েছেন আগের দিন দুর্দান্ত ব্যাটিং করা অ্যান্ডি ম্যাকব্রাইন। আগের দিন ৭১ রানে অপরাজিত থাকা ম্যাকব্রাইন আজ মাত্র ১ রান যোগ করতে পেরেছেন। ১৫৬ বল খেলে ৮টি চার ১টি ছয়ে ৭২ রান করেছেন তিনি।

খানিক বাদে গ্রাহাম হোমকে (১৪) উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন ইবাদত। ইবাদতের লেংথ বলে অফসাইডে খেলতে গিয়ে ঠিকমতো ব্যাটে নিতে পারেননি হোম। বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের কাছে। ২৯২ রানে থেমেছে আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে ৯০ রানে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ইবাদত ৩৭ রানে নিয়েছেন তিন উইকেট। ২৬ রানে দুই উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রান তুলেছিল আয়ারল্যান্ড। বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ৩৬৯ রান।

মন্তব্য করুন

Your email address will not be published.