পাকিস্তানকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

নিগার সুলতানা জ্যোতি পেয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ফারজানা হক পিংকিও দিয়েছিলেন সঙ্গ। তাতে বড় সংগ্রহের পথে হাটছিল বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডারে ব্যাটসম্যানরা দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছেন। তাতে ১৬৯ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা।

নির্ধারিত ওভারের পুরোটা সময় ব্যাট করে হাতে ১ উইকেট রেখেও ২০০ রান করতে পারেনি স্বাগতিকরা। তবে আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮১ রানে গুড়িয়ে যাওয়া বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে।

দলের পক্ষে অধিনায়ক জ্যোতি সর্বোচ্চ ৫৪ রান করে আউট হয়েছেন। ১০৪ বল খেলে তার ব্যাট থেকে আসে তিনটি চার।

আজও উদ্বোধনী জুটি ২১ রানের বেশি হয়নি। মুর্শিদা খাতুন ১২ রানে আউট হয়ে যান। দলীত ৪৩ রানে সুবহানা মোস্তারি ১৬ রান করে ফেরার পথ ধরেন।

তারপর জ্যোতি ও ফারজানা মিলে গড়েন ৪৯ রানের জুটি। দলী ৯২ রানে সেটা ভাঙে ফারজানার রান আউটে। ফেরার আগে ৪০ রান করেন তিনি। ৮৮ বল খেলে তিনিও হাকান মাত্র তিনটি চার।

একটু পর ১৭০ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান।

পাকিস্তানের হয়ে সাদিয়া ইকবাল, নাশরা সিন্ধু নিয়েছেন দুটি করে উইকেট। এছাড়া ডায়ানা বাইগ, নিদা দার ও উম্মে হানি নিয়েছেন একটি করে উইকেট।

মন্তব্য করুন

Your email address will not be published.