নারীদের অবজ্ঞা করে উন্নয়ন অসম্ভব: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, নারীরা এখন সমাজে আর পিছিয়ে নেই। সব ক্ষেত্রে পারদর্শী।

নারীদের অবজ্ঞা করে উন্নয়ন অসম্ভব। নারীসমাজের উন্নয়ন ছাড়া রাষ্ট্রের উন্নয়নও অসম্ভব।তিনি বলেন, নারী সমাজ বর্তমানে ঘরে বসে নেই। অফিস-আদালত ব্যবসা-বাণিজ্য সবক্ষেত্রে তাদের অবস্থান সুসংহত করেছে। পড়ালেখায়ও তারা ছাত্রদের তুলনায় এগিয়ে আছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে এম অ্যান্ড এম আয়োজিত গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বিভিন্ন দোকান ঘুরে দেখার পাশাপাশি বিক্রেতাদের সঙ্গে বিভিন্ন পণ্য নিয়ে কথাও বলেন।  এ মেলার মধ্যদিয়ে বিভিন্ন উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিষ্ঠিত গ্রুপ প্যাভিলিয়ন সাজিয়ে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। মেলায় বিভিন্ন দেশের পণ্যসহ দেশের বাইরের পণ্যও বিক্রি করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে এম অ্যান্ড এম বিজনেজ কমিউনিকেশনের সিও মানজুমা মোর্শেদ, রেডিসন ব্লু’র সিও বিগ্রেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহম্মদ আলী (অব.), সাউথ ইস্ট ইউনিভার্সিটির লেকচারার আনিকা নাওরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.