সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইনের দাবী

পটিয়া প্রতিনিধি

 

চন্দনাইশে পাহাড় কাটার বিরুদ্ধে প্রতিবেদন করায় সাংবাদিক আয়ুব মিয়াজী (৩২)’র ওপর হামলার প্রতিবাদে পটিয়ায় এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কস্থ পটিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে দক্ষিণ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পটিয়া প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাক, আজাদী প্রতিনিধি শফিউল আজম, পূর্বদেশ প্রতিনিধি আবেদুজ্জমান আমিরী,দেশ রূপান্তরের প্রতিনিধি আ.ন.ম সেলিম,কালের কণ্ঠের প্রতিনিধি কাউছার আলম,সাংবাদিক কামরুল ইসলাম, পূর্বকোন প্রতিনিধি রবিউল আলম ছোটন, নয়া দিগন্তের প্রতিনিধি মো. রহমান, সাংবাদিক ফারুকুর রহমান বিঞ্জু, সময়ের আলোর প্রতিনিধি মোরশেদ আলম,আমার বার্তার এস.এম জুয়েল, সকালের সময়ের নয়ন শর্মা, জনবানী প্রতিনিধি রনি কান্তি দেব, দৈনিক সমাচারের মোঃ মুছা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে প্রতিবেদন করায় দিন দুপুরে একজন গণমাধ্যম কর্মীকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে মারধর করে ২য় তলা থেকে নিচে পেলে গুরুতর আহত করে। পুলিশের নিকট তথ্য প্রমাণ ও ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও আসামিদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা আজ ঐক্যবদ্ধ। সাংবাদিকদের উপর হামলা, মামলা করে কোন সাংবাদিককে হয়রানি করলে সকল সাংবাদিক তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। তারা অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা আইন প্রনয়ন করে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.