বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বাঁশখালী  প্রতিনিধিঃ

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনোতোষ দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী । বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ ওসমান ও অঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মামুন, স্বাগত বক্তব‌্য রাখেন বিদ‌্যাল‌য়ের সহকা‌রি প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, সাংবাদিক মুহ. মিজান বিন তাহের, সি‌নিয়র শিক্ষক অ‌চিন্ত‌্য কুমার আচার্য‌্য, মোহাম্মদ ওসমান, মাহবুল আলম, সত‌্যজিৎ বড়ুয়া, তা‌হেরা বেগম, সু‌মিতা দেও্য়ানজী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্ধ। বিদায়ী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থী ছাড়াও অংশ নেয়া সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্য করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। বিদ্যায়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।

মন্তব্য করুন

Your email address will not be published.