দেড় হাজার পিস ইয়াবা সহ তিন যুবক আটক

পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে পটিয়া থানা পুলিশ গোপন সংবাদের খবর পেয়ে বিশেষ চৌকি তল্লাশি চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করা করেছে । আটককৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার তামিম মো. মোবারক ২৪), মো. ফোরকান উদ্দিন (২২) ও মো. আব্বাস (২২) তারা তিনজন পেশায় একটি ডকইয়ার্ডের শ্রমিক। তাদের কে কাজের পাশাপাশি টাকার লোভে এভাবে ইয়াবা পাচারের কাজে ব্যবহার করে থাকেন ইয়াবা ব্যবসায়ীরা। তারা উভয়ে একই এলাকার মামাত ফুপাত ভাই বলে জানা গেছে। পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মোফাজ্জল হোসেন ও উপ পরিদর্শক উনুমং মারমার নেতৃত্বে একটি টিম বিশেষ চৌকি বসিয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মূখী মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের দেহে তল্লাশি করে তাদের পকেটে ও বিশেষ কায়দায় লুকানো পেন্টের বেল্টের সাথে রাখা পলিথিনে মুড়ানো অবস্থায় ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় তাদের আটক করে পটিয়া থানায় নিয়ে আসা হয়। পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান , মহাসড়কে বসানো চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১৫ শত পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

Your email address will not be published.