সাতকানিয়া উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা দেওয়া হবে। আজ সোমবার এ সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।
আগামী ২৮ মে পর্যন্ত এই বিশেষ সেবা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার আরাফাত সিদ্দিকী। তিনি বলেন, স্মার্ট ভূমি সেবা দিতে কাজ করে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। জনগণকে সহজে ভূমি সেবা দিতে বিশেষ এই সেবা সপ্তাহ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাতেমা তুজ জোহরা প্রবাসীদের ১২ দিনের মধ্যে নামজারি করে দেয়ার ঘোষণা দেন।