রাজনীতি কখনও অর্থ উপাজনের পেশা হতে পারে না : হাইকোর্ট

টাকা উপার্জনের অনেক পথ রয়েছে। বৈধ ও আইনগতভাবে, অনেকভাবেই টাকা উপার্জন করা যায়। কিন্তু রাজনীতি কখনও অর্থ উপাজনের পেশা হতে পারে না। রাজনীতিবিদেরা সময় ব্যয় করেন মানুষ ও দেশের কল্যাণে। রাজনীতিবিদরা সম্পদের রক্ষক, ভক্ষক হতে পারেন না। এই অর্থ উপার্জনের উদ্দেশ্যে রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয় বলেও মন্তব্য করে আদালত।

মঙ্গলবার বিএনপির দুই নেতার দুর্নীতি মামলায় সাজার রায় বহাল রেখে দেয়া আদেশের এক পর্যবেক্ষণে এ কথা বলেছে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

৪০০ পৃষ্ঠার রায়ে দুর্নীতির বিষয়ে বেশকিছু পর্যবেক্ষণ দেয় আদালত। আদালত বলেছে, রাজনীতিবিদরা দেশের সম্পদের রক্ষক হবেন, ভক্ষক নয়।

রাজনীতিবিদরা জনগণ ও দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করেই রাজনীতিতে জড়িত হন উল্লেখ করে আদালত বলেছে, জনগণ ও দেশের কল্যাণের জন্য এক ধরনের মহান ত্যাগ ও নিষ্ঠার জন্য কাজ করেন রাজনীতিবিদেরা।

আদালত বলেছে, দেশের সব মানুষ ও জনসাধারণের ওপর দুর্নীতি বিস্তর প্রভাব পড়ে। এই বিশ্বায়নের পরিবর্তনের অপেক্ষায় দেশের নাগরিকরা বসে থাকতে পারেন না। আমাদের প্রত্যেককে সেই পরিবর্তনের অংশ হতে হবে। বাংলাদেশিদের জন্য বাংলাদেশি ছাড়া কেউ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

আদালত আরও বলেছে, একটি বৈশ্বিক আন্দোলন হিসেবে, আমাদের লক্ষ্য হল বিশ্বে এবং বাংলাদেশে দুর্নীতির অবসান ঘটানো, তা যেখানেই হোক বা যে রূপেই হোক না কেন। আমরা জানি যে সফল হওয়ার একমাত্র উপায় হল নিযুক্ত নাগরিকদের একটি বিস্তৃত বর্ণালিকে জড়িত করা এবং এটিই আমরা সমাজ থেকে সমস্ত ধরনের দুর্নীতি এবং অর্থ পাচারের উপশম, প্রতিরোধ এবং মূলোৎপাটন করার চেষ্টা করে যাচ্ছি।

এর আগে দুর্নীতির পৃথক মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের কারাদণ্ডের সাজা বহাল রাখে হাইকোর্ট। তাদের আপিলের আবেদন খারিজ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

এ ছাড়া আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে। বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে করা অপিলের আবেদন খারিজ করে আদালত রায়ের কপি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.