সৈয়দ আককাস উদদীন
মুক্তি পেয়েছে এ প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী যায়ান আবেদীনের “থমকে দাড়ালাম” শিরোনামের একটি মৌলিক গান।গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল ও সংগীত করেছেন আজমির বাবু।গানটি ইতিমধ্যে T-Music Station এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।গানটি নিয়ে শিল্পী বেশ আশাবাদী,গানটির কথা ও সুর মানুষের কাছে ভালো লাগবে বলে জানিয়েছেন শিল্পী নিজেই।এর আগে “মায়াবিনী” “মনপাড়া” “ভুল মানুষ” এর মত জনপ্রিয় বেশ কিছু গান শ্রোতাদের উপহার দিয়েছেন।গানটির গীতিকার ও সুরোকার বলেন “গানটি খুব যত্নসহকারে লেখা হয়েছে,খুব রোমান্টিক একজন মানুষের মনের আশা এবং কষ্টের কথা উল্লেক করেছি এই গানে।শ্রোতা বেশ পছন্দ করবে আমার বিশ্বাস।
মুক্তি পেয়েছে এ প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী যায়ান আবেদীনের “থমকে দাড়ালাম” শিরোনামের একটি মৌলিক গান।গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল ও সংগীত করেছেন আজমির বাবু।গানটি ইতিমধ্যে T-Music Station এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।গানটি নিয়ে শিল্পী বেশ আশাবাদী,গানটির কথা ও সুর মানুষের কাছে ভালো লাগবে বলে জানিয়েছেন শিল্পী নিজেই।এর আগে “মায়াবিনী” “মনপাড়া” “ভুল মানুষ” এর মত জনপ্রিয় বেশ কিছু গান শ্রোতাদের উপহার দিয়েছেন।গানটির গীতিকার ও সুরোকার বলেন “গানটি খুব যত্নসহকারে লেখা হয়েছে,খুব রোমান্টিক একজন মানুষের মনের আশা এবং কষ্টের কথা উল্লেক করেছি এই গানে।শ্রোতা বেশ পছন্দ করবে আমার বিশ্বাস।