মুক্তি পেলো যায়ান আবেদীনের “থমকে দাঁড়ালাম”

 

সৈয়দ আককাস উদদীন 

মুক্তি পেয়েছে এ প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী যায়ান আবেদীনের “থমকে দাড়ালাম” শিরোনামের একটি মৌলিক গান।গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল ও সংগীত করেছেন আজমির বাবু।গানটি ইতিমধ্যে T-Music Station এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।গানটি নিয়ে শিল্পী বেশ আশাবাদী,গানটির কথা ও সুর মানুষের কাছে ভালো লাগবে বলে জানিয়েছেন শিল্পী নিজেই।এর আগে “মায়াবিনী” “মনপাড়া” “ভুল মানুষ” এর মত জনপ্রিয় বেশ কিছু গান শ্রোতাদের উপহার দিয়েছেন।গানটির গীতিকার ও সুরোকার বলেন “গানটি খুব যত্নসহকারে লেখা হয়েছে,খুব রোমান্টিক একজন মানুষের মনের আশা এবং কষ্টের কথা উল্লেক করেছি এই গানে।শ্রোতা বেশ পছন্দ করবে আমার বিশ্বাস।

মুক্তি পেয়েছে এ প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী যায়ান আবেদীনের “থমকে দাড়ালাম” শিরোনামের একটি মৌলিক গান।গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল ও সংগীত করেছেন আজমির বাবু।গানটি ইতিমধ্যে T-Music Station এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।গানটি নিয়ে শিল্পী বেশ আশাবাদী,গানটির কথা ও সুর মানুষের কাছে ভালো লাগবে বলে জানিয়েছেন শিল্পী নিজেই।এর আগে “মায়াবিনী” “মনপাড়া” “ভুল মানুষ” এর মত জনপ্রিয় বেশ কিছু গান শ্রোতাদের উপহার দিয়েছেন।গানটির গীতিকার ও সুরোকার বলেন “গানটি খুব যত্নসহকারে লেখা হয়েছে,খুব রোমান্টিক একজন মানুষের মনের আশা এবং কষ্টের কথা উল্লেক করেছি এই গানে।শ্রোতা বেশ পছন্দ করবে আমার বিশ্বাস।

মন্তব্য করুন

Your email address will not be published.