সাংবাদিক জাহেদের ওপর হামলাকারী হাসান বৈদ্যকে গ্রেপ্তারের আল্টিমেটাম

 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক সাঙ্গু’র উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাহেদুল ইসলামের ওপর বর্বরোচিত হামলা করে ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রধান আসামী প্রতারক ও ভন্ড হাসান বৈদ্যকে আগামী ৪৮ ঘন্টার মধ্যেই গ্রেপ্তারের দাবীতে সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকগণ।

শনিবার (১০ জুন) সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করেন।

লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক পুষ্পেন চৌধুরী, অর্থ সম্পাদক খোকন সুশীল, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকসী সিকদার ও সাধারণ সম্পাদক দেশপ্রিয় বড়ুয়া প্রমূখ।

বক্তারা বলেন, সাংবাদিক জাহেদের উপর হামলার ঘটনার ১০দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামী প্রতারক ও ভন্ড হাসান বৈদ্যকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিষ্ট মোহাম্মাদ হোসেন, লোহাগাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান মাসুদ, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, ডা: কামাল উদ্দিন, মনির আহমদ আজাদ, দৈনিক সাঙ্গু’র স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম সবুজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সদস্য সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী, দৈনিক খবর পত্রের স্টাফ রিপোর্টার দেলোয়ার হেসেন রশিদী, লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক এশিয়ান টিভি প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, লোহাগাড়া সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক বাংলা টিভি প্রতিনিধি এমএএইচ রাব্বি, দপ্তর সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি আব্দুল ওয়াহাব, লোহাগাড়া সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন খান, মুহাম্মদ সেলিম, হাজী সেলিম উদ্দিন, মো. শাহনেওয়াজ, ওসমান গণি, ডা: কলিমুল্লাহ্, সাংবাদিক জাহাঙ্গীর আলম ও আব্বাস উদ্দিন প্রমূখ।

মন্তব্য করুন

Your email address will not be published.