সাতকানিয়ায় মাছে ধরতে গিয়ে পানিতে ডুবে আরাফাত হোসেন নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নয়া খালের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শনিবার মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ হন তিনি।
আরাফাত ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন বলেন, পানিতে ডুবে নিখোঁজ হওয়ার খবরে শনিবার চট্টগ্রাম থেকে ডুবুরি দল আসে। তবে কচুরিপানার কারণে ওই তরুণকে উদ্ধারে বেগ পেতে হয় ডুবুরিদের। অন্ধকার হয়ে গেলে ওদিনের মতো উদ্ধার কাজ সমাপ্ত করে রবিবার ভোর থেকে আবারও উদ্ধার কাজ শুরু হয়। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ পাওয়া যায়।