পটিয়ায় ছাদেকিয়া স্কুলে মা ও অভিভাবক সমাবেশ

 পটিয়া প্রতিনিধি

পটিয়ায় দক্ষিণ আশিয়া ছাদেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলাল উদ্দিন, বিশেষ অতিথি আশিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আজিজুল হক এজাজ, বিশেষ অতিথি আশিয়া ৮ নং ওয়ার্ডের মেম্বার, ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মোজাম্মেল হক। বক্তব্য রাখেন, শিক্ষক অনুপম দে, বেগম নুরসাত জাহান, মৌমিতা দাশ। সমাবেশে প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা সরকার বছরের প্রথম দিন বিনা মূল্যে বই এবং শিক্ষার্থীদের উপবৃত্তির প্রদান করে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন। তিনি সরকারের পাশাপাশি নিজেদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য অভিভাবকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.