রাজশাহীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৪ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ও রুহুল আমিন টুনুর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নিয়েছেন।

বুধবার (২১ জুন) দুপুর ১২টার দিকে নগরীর ৪নং ওয়ার্ডের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে এ ঘটনা ঘটে।

সাধারণ ভোটাররা বলেন, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে অনেক ভোটার কেন্দ্র থেকে চলে গেছেন।

কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন টুনু অভিযোগ করে বলেন, ওই কেন্দ্রটি আমার বাসার পাশে হওয়ায় ভোটার উপস্থিতি অনেক বেশি হয়। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু এই কেন্দ্রে ভোট বানচাল করতে দেশি অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালান। এ সময় আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।

এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবুর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল)।

এদিকে ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটারের এই নগরীতে মোট ভোটার রয়েছে তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন। তবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভোটার ৬ জন। এবার নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.