‘এমন পরিস্থিতি কখনও দেখিনি’

ইন্টারন্যাশনাল ডেস্ক : করোনাভাইরাস মহামারি ভয়ংকর রূপ নিয়েছে ভারতে। এমন গুরুতর অবস্থা দেখে ঘাবড়ে যাচ্ছেন চিকিৎসকরাও। মুম্বাইয়ের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তৃপ্তি গিলাদা নামের এক চিকিৎসক।

দেখে যেন মনে হচ্ছে যেন সুনামি আছড়ে পড়ছে। হাসপাতালে শয্যা নেই, রোগীদের দেওয়ার মতো পর্যাপ্ত অক্সিজেন নেই, প্রতিদিন হাসপাতালগুলোতে কোভিড রোগীর সংখ্যা উপচে পড়ছে- মুম্বাইয়ের এই ছবি তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তৃপ্তি। খবর এনডিভির। ৫ মিনিটের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি আগে এ রকম পরিস্থিতি কখনও দেখিনি। আমরা খুব অসহায় হয়ে পড়ছি। বহু চিকিৎসকের মতোই আমিও আতঙ্কিত। জানি না কী করব’।

তিনি বারবার জনসাধারণকে অনুরোধ করেছেন নিজেদের যতটা সম্ভব সুরক্ষিত রাখতে। অল্পবয়সীদের সতর্কবার্তা দিয়েছেন। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে বলেছেন। অসুস্থ বোধ করলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তৃপ্তি।

হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করতে থাকা রোগীর পরিস্থিতি দেখতে দেখতে তিনি ভেঙে পড়েছেন। আর সেই অভিজ্ঞতা ভাগ করে জনসাধারণের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন মুম্বাইয়ের এই চিকিৎসক।

মন্তব্য করুন

Your email address will not be published.