আবাসিক হোটেলে জুয়ার আসর, ৯ জুয়াড়ি আটক

চট্টগ্রামের ডবলমুরিংয়ে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

রবিবার (২৫ জুন) দিবাগত রাতে নগরের ডবলমুরিং থানাধীন এক্সিকিউটিভ রেসিডেন্স আবাসিক হোটেল থেকে তাদর আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. শরিফুল হোসাইন, আব্দুল জলিল, মো. নাজমুল হক, মো. হারুন, মো. সাহাব উদ্দিন, মো. ইসমাইল, মো. সোহেল হোসেন শেখ, ফজলে রাব্বি ও শাহাদাত হোসেন হোসেন।

নগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) পরিদর্শক মো. রমিজ আহমদ বলেন, একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে নয় জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.