ঈদুল আযহা ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে :সাবেক যুবদল নেতা মুসলিম

বিশেষ প্রতিনিধিঃ

চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক লোহাগাড়া উপজেলা ছাত্রদল, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ মুসলিম উদ্দিন বলেন, কোরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল আযহা আনন্দের দিন। ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে।

ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।

সাবেক যুগ্ন আহবায়ক মো: মুসলিম উদ্দিন আরও বলেন , ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লোহাগাড়া উপজেলা শাখার পক্ষ থেকে লোহাগাড়া’সহ দেশবাসীকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ !

মন্তব্য করুন

Your email address will not be published.