কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের ঈদ পুণর্মিলনী ও শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়ায় সামাজিক ও শিক্ষামূলক সংগঠন কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের ঈদ পুণর্মিলনী ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

৩০ জুন (শুক্রবার) সকাল ১০ টার সময় উত্তর কাঞ্চনার এক হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মারুফ হাসান ওয়াহেদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।পরে কোলের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের বক্তব্যের পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমন্ত্রিত বক্তারা।শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের করণীয় ও বর্জনীয় নানা দিক তুলে ধরেন তারা।এসময় কাঞ্চনা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও বই খাতা বিতরণ করা হয়।পরে কাঞ্চনা ইউনিয়নের তিনটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের,চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা: ইয়াকুব হোসেন,ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লেকচারার রেজাউল করিম,চট্টগ্রাম মুসলিম হাই স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.