দেশে ফিরলেন ১০ হাজার ৩৯৫ হাজি, আরও চার জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে হজ পালন শেষে ১০ হাজার ৩৯৫ জন হাজি দেশে ফিরেছেন। মঙ্গলবার পর্যন্ত মোট ২৯টি ফ্লাইটে দেশে ফেরেন তারা। গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাত ১টা ৫৯ মিনিটে হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, সৌদিতে গতকাল আরো চারজন হাজি মারা গেছেন। এরা হলেন- শামসুল আলম (৭৭), মুহাম্মদ আবদুর রাজ্জাক (৬৫), নুরতাজ আলী (৭৪) ও মোহাম্মদ গোলাম মোস্তফা সরকার (৪৭)।

গত ২ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা শেষ হবে ২ আগস্ট। সৌদি থেকে এ পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৯টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৯টি।

এ পর্যন্ত ৭৫ জন হজযাত্রী/হাজি সৌদিতে মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৫৯ জন ও মহিলা ১৬। ৭৫ জনের মধ্যে মক্কায় ৬১ জন, মদিনায় ৪ জন, মিনায় ৭ জন, আরাফায় ২ জন ও মুজদালিফায় ১ জন মারা গেছেন।

এ বছর মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজ পালন করতে সৌদি যান। মোট ৩২৫টি ফ্লাইটে সৌদি আরব যান তারা।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে পরিবহন করেছে ৬১ হাজার ১৮০ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে পরিবহন করেছে ৪১ হাজার ৪৬৮ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে পরিবহন করেছে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী।

 

মন্তব্য করুন

Your email address will not be published.