জহিরুল আলম দোভাষ-ই আবারও সিডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের চার বারের সফল কাউন্সিলর, বর্তমানের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আরও ৩ বছর মেয়াদ বাড়ানো হয়েছে ।

বিষয়টি আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়।

এতে বলা হয়, বতর্মান চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ২৪ এপ্রিল ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

২০১৯ সালের ১৮ এপ্রিল দোভাষকে প্রথমবারের মতো সিডিএর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে উল্লেখ করা হয়েছিল, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে সম্পর্ক ত্যাগের শর্তে ২৪ এপ্রিল অথবা যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য জহিরুল আলম দোভাষকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা দোভাষ চট্টগ্রাম সিটি করপোরেশনের ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের চার বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.