সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২৫ জুলাই মির্জাখীল এলাকার বাসিন্দা আব্দুর রহিম (৩৬) এর দোকানে একই এলাকার আব্দুল হামিদ, আব্দুছ ছফুর ও নেজাম উদ্দীন কাদেরী সহ অজ্ঞাত ৫/৬ জনের একদল সন্ত্রাসীরা দোকানঘর হামলাও ভাংচুর করার প্রস্তুতি নেয়।
সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রহিমের পৈত্রিক সম্পত্তি দখল করতেই মরিয়া হয়ে গেছে। তারা উশৃংখল ও সন্ত্রাসী ধরনের লোক।
তারা এরআগেও জায়গা জমি দখল করতে বিরোধ সৃষ্টি হলে ভুক্তভোগীকে মারধর করার চেষ্টা করে।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী আব্দুর রহিম বলেন, তারা এর আগেও মারধর করায় আদালতে মামলা চলমান রয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিবাদী আব্দুল ছফুর ও আব্দুল হামিদ বলেন- আমরা জোর করার প্রশ্নই আসেনা তবে আমরা আমাদের জায়গা বুঝে নিব।
তখন প্রতিবেদক প্রশ্ন করেন ওটা নিয়ে তো মামলা চলমান তখন তারা বলে ওটা নিয়ে মামলা চলছেনা দলিলে এমনে একটা দাগ আছে শুধু।
প্রতিবেদক আবার প্রশ্ন করেন আপনি চাইলে তো উচ্ছেদ করতে পারেননা আইগত ধাপ অতিক্রম করেই উচ্ছেদ করা লাগবে তখন তিনি চুপ করে থাকেন।
তবে স্থানীয়রা জানিয়েছে ইতিমধ্যে তারা গাছ কাটার লোকও ঠিক করেছেন কিন্তু এই কথা ছফুররা অস্বীকার করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ডিউটি অফিসার বলেন-গতকালকে সন্ধ্যায় এই বিষয়ে একটা অভিযোগ দিয়েছেন যেটার অভিযোগকারী হলেন আব্দুর রহিম।