নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ২ আগস্ট ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে নুর হোসেনের স্ত্রী শাহিন আক্তারের মৌরশী পাহাড়ি জায়গায় রোপনকৃত গাছপালা কেটে ফেলার অভিযোগ ওঠেছে একই এলাকার মো:জিসান, নুরুল ইসলাম ও মো: জাফরের বিরুদ্ধে।
সাতকানিয়া থানায় দায়ের করা এক অভিযোগে শাহিন আক্তার বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমার মৌরশী পাহাড়ি জায়গা দখলের পায়তারা চালায়। ২ আগস্ট তারা আমার রোপনকৃত বনজ ও ফলজ জাতের প্রায় ৫০ হাজর টাকার গাছে কেটে ফেলে।
তিনি অভিযোগ পত্রে আরও বলেন, গাছ কাটার সময় আমি বাঁধা দিলে এবং কারণ জানতে চাইলে তারা আমাকে দা, চুরি, কিরিচ দ্বারা মারধর করার চেষ্টা করে এবং মেরে ফেলার হুমকি দেয়।
ঘটনার বিষয়ে সাতকানিয়া থানার এসআই প্রবীর জানান-তদন্ত করে এই আইনগত ব্যবস্থা নেয়া হবে।