শুরু থেকেই এওচিয়ায় বন্যা দূর্গতদের পাশে ছিলেন চেয়ারম্যান আবু ছালেহ

 

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে ব্যাপক মানবিক বিপর্যয় ঘটে।
গত ২রা আগষ্ট থেকেই উপজেলার পৌরসভাসহ বিভিন্ন প্রান্তিক এলাকা ডুবে যাচ্ছিল তারই ধারাবাহিকতায় এওচিয়ার বেশ কয়েকটি ওয়ার্ডের অবস্থা ছিলো খুবই শোচনীয়।

সারা সাতকানিয়ার ন্যায় এওচিয়ার অবস্থাও ছিলো বেহালদশা, ঠিক এই সময় চট্টগ্রাম শহরের নিজ বাসভবন থেকেই দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত খেয়ে না খেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপির সার্বিক সহযোগিতায়ও নির্দেশনায় এওচিয়ায় অবস্থান নেন ইউপি চেয়ারম্যান আবু ছালেহ।

সারাদিন এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ নিয়ে এওচিয়ার ৫/৬/৭/৮/৯নং ওয়ার্ডে কখনো কলা গাছের ভেলাঁ নিয়ে কখনো নৌকা নিয়ে আবার পরিস্থিতি খুব বেশী নাজুক হলে চট্টগ্রাম শহর থেকে ইঞ্জিন চালিত বোট এনে বন্যার্তদের পাশে থাকার চেষ্টায় ছিলেন।

এই বিষয়ে চেয়ারম্যান আবু ছালেহ বলেন আমি চেয়ারম্যান হিসেবে নয় এওচিয়ার একজন বাসিন্দা হিসেবে বিবেকের তাড়নায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

এওচিয়া ইউনিয়নে আমার নেতা ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপির সার্বিক সহযোগিতা পেয়েছি পাশাপাশি গোলাম হোসেন ফাউন্ডেশন থেকেও আমরা কিছু দেয়ার চেষ্টা করেছি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.