অসহায় ও দূস্থদের পাশে সবার এগিয়ে আসা উচিত -দয়াল বড়ুয়া

 

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া বলেন আমাদের সমাজে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল পথশিশুরা শিক্ষা, স্বাষ্থ্যসেবা থেকে দিন দিন পিছিয়ে পরছে। এই অসহায়, দরিদ্র শিশুদের উন্নয়নে বিত্তশালীদের এগিয়ে আসা উচিৎ। আমরা যদিএইসব শিশুদের পাশে দাঁড়াই, তাহলে তাদের শিক্ষা, চিকিৎসা, খাদ্য-বস্ত্রের অভাব হবে না। বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরায়একটি চাইনিজ রেস্তোরায় অসহায়, ছিন্নমূলপথশিশুদের নিয়ে কাজ করা জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশন এর বর্ষপর্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দয়াল বড়ুয়া বলেন, ‘জেগে ওঠো ফাউন্ডেশনের এমন ভিন্নধর্মী উদ্যেগকে স্বাগত জানাই। এই ছন্নমূল পথশিশুরাই বিপথগামী হয়। সময়ের সাথে সাথে এরা জড়িয়ে পরে নেশার সাথে, হয়ে উঠে ভয়ংকর সন্ত্রাসী হিসেব। আমরা এসব শিশুদের সঠিক পথে আনার চেষ্টা করব। আমাদের চেষ্টায় যদি তাদের একজনও সফল হতে পারে, তাহলে সেটাই আমাদের স্বার্থকতা।’

ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান অভির সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জেমস এ কে হামীম।সূচনা বক্তব্যে জেমস্ এ কে হামীম তাদের ফাউন্ডেশনের কার্যকম নিয়ে আলোচনা করেন।তাদের স্বপ্ন পূর্ণের আশার আলো নিয়ে আলোচনা ও বাস্তবতা নির্ভর একটি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি দেন।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য,জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব উত্তরা প্রেসক্লাবে সাবেক সভাপতি রাসেল খান,রফিকুল ইসলাম,সিনিয়র সাংবাদিক মনির হোসেন জীবন,জুয়েল আনান,শাহ জালাল জুয়েল,ওয়াহিদ আবদুল্লাহ রাজীব,মাহমুদা আক্তার পূষণ,শুকতারা ইসলাম ঔশী,
নুরুল আমিন হাসান।

জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের আবুল হোসেন মূধা, রাসেল হাওলাদার হাসান, স্বপন রানা সোহেল, শাকিবুল হাসান, সিয়াম আহমেদ, জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা এম এ মোরশেদ, জাবেদ আল মামুন প্রমুখ।

উদ্ভোধকের বক্তব্যে চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘পথশিশু না বলে বলবো অসহায় শিশু।
যে জাতি যত বেশি শিক্ষিত হবে, সে জাতি তত বেশি উন্নত হবে। যার কারণে প্রধান মন্ত্রী শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করছেন। বছরের শুরুতেই শিশুদের মাঝে বই বিতরণ ও উপবৃত্তির ব্যবস্থা করেছেন। শেখ হাসিনার সরকার, শিক্ষা বান্ধব সরকার।’

বিশেষ অতিথীর বক্তব্যে ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য বলেন, ‘জেগে উঠার জন্য মানুষিক বিকাশ, শারিরিক বিকাশ ও শিক্ষার বিকাশ অত্যন্ত জরুরী। সমাজ প্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত জরুরী।’

অনুষ্ঠানে ৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৩১ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গুনিজন সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.