পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মাহমুদুল করিম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে মনসা বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল করিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ফজলুল করিমের ছেলে। তিনি পূর্ব কালুরঘাট পশ্চিম পাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

পটিয়া হাইওয়ে থানার এসআই মনিরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছেন,  কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.