বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরন

 

মোঃআফজাল হোসে
দীঘিনালা(প্রতিনিধি)খাগড়াছড়ি

 

খাগড়াছড়ি দিঘীনালাতে নিয়মিত ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন উপজেলা প্রশাসন,
খাগড়াছড়ির দীঘিনালাতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ, জেলা পুলিশ,সেনা জোন কর্তৃক চাল,ডাল,আলু,তেল,লবন ইত্যাদি ত্রাণ-সামগ্রী নিয়োমিত দিয়ে আসছেন।

১২ই আগস্ট সকাল ১১.০০ ঘটিকায় বরাবরের মতো উপজেলা প্রশাসনের মাধ্যমে ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব নলেজ চাকমা প্রায় আটশো জনকে চাল বিতরন করেন।

এ সময় উপস্থিত কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নলেজ চাকমা জানান আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আজকে আটশো জনকে চাল বিতরণ করবো,এবং যদি এখান থেকে বন্যা ক্ষতিগ্রস্ত কোন পরিবার বাদ পরে তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম উনার সাথে যোগাযোগ করবেন,আর তা-না হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা ত্রাণের ব্যবস্থা করবো,তাছারা যেকোন দুর্যোগ মোকাবেলায় সরকার উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ আপনাদের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.