কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সাতকানিয়াবাসী পানিবন্দি হয়ে পড়ে। সৃষ্ট বন্যায় ডুবে যায় সড়ক, অলিগলি, মহাসড়ক এবং দেখা দেয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন সাতকানিয়া ব্লাড ব্যাংক। সংগঠনটি বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০ পরিবারকে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সাতকানিয়া ব্লাড ব্যাংকের এডমিন এম এইচ ইমরান, মিজানুর রহমান মিজান, মডারেটর সামির মাহমুদ, কার্যকরী সদস্য শাহারিয়া রিয়াদ, আব্দুল আজিজ, সাইদুল ইসলাম, জাহেদ ইভেন সোহান, শাহেদ বিন আবদুল্লাহ, শুভাকাঙ্ক্ষী সদস্য জহির, মনজুর, মুরাদ, হাবিব প্রমুখ।
সাতকানিয়া ব্লাড ব্যাংকের এডমিন এম এইচ ইমরান বলেন, আমাদের ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় বন্যার্ত মানুষদের জন্য এই ত্রাণ সামগ্রী বিতরণ ক্ষুদ্র প্রয়াস। সাতকানিয়ার বিত্তবান ব্যক্তিদের বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাড়া দাঁড়াতে আহবান জানান তিনি।