বন্যার্তদের সেবায় হেলথকেয়ার হসপিটালের ফ্রী চিকিৎসা সেবা
কেরানীহাটের হেলথ কেয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে -
সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে অবস্থিত হেলথ কেয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে বন্যার্তদের জন্য ফ্রী চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৬ই আগষ্ট(বুধবার) সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপী হেলথ কেয়ার হসপিটালে এই কমসূচী অনুষ্ঠিত হয়।
শতাব্দীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের চিকিৎসার জন্য কেরানীহাটের হেলথ কেয়ার হসপিটাল কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে গরীব অসহায় ও দুস্থ প্রায় দুই হাজার রোগীদের এই চিকিৎসা সেবা প্রদান করছে।
সাতকানিয়ার কালিয়াইশ থেকে আসা রফিক নামে এক ব্যক্তি প্রতিবেদককে জানান-আমি প্রায় সময় হেলথ কেয়ার হাসপাতালের সেবা নিয়ে থাকি কিন্তু এইবারে পরিবারপরিজন নিয়ে আসছি এই হাসপাতালের ফ্রী চিকিৎসা সেবা এবং ফ্রী ওষুধ সংগ্রহ করতে।
তিনি আরো বলেন, ডাক্তার সাহেব দেখে আমাকে কিছু টেষ্ট দিয়েছেন টেষ্টেও শুধু আজকের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৫০%ডিসকাউন্ট দিয়েছেন।।
এদিকে কেরানীহাট হেলথ কেয়ার হসপিটালের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার এমএম নাজিমুজ্জামান বলেন-সকাল থেকে দুপুর পর্যন্ত ১০০০রোগী আমরা দেখা শেষ করছি সন্ধ্যা হতে হতে আর বাকিগুলি দেখব।
আমরা মূলত বন্যার্তদের কল্যানে মানবিক দিক বিবেচনা করে তাদের পাশে থাকার প্রয়াসমাত্র।
অপরদিকে হেলথ কেয়ার হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা:বিধান ধর জানান-ন
বন্যার্তদের জন্য কিছু করতে পারলেই আমরা সন্তুষ্ট, সারা সাতকানিয়ার যে কোন দূর্যোগে বরাবরের মত হেলথ কেয়ার হসপিটাল মানবতার কল্যানে পাশে থাকেন।
তারই ধারাবাহিকতায় স্মরণকালের ভয়াবহ বন্যায়ও সাতকানিয়ার মানুষের পাশে থেকে ফ্রী চিকিৎসা সেবা ও ফ্রী ওষুধ বিতরণ এবং সকল টেষ্টে ৫০%ডিসকাউন্ট দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।