পটিয়ায় বিএনপি-আওয়ামী লীগের একই সময়ে পাল্টা পাল্টি সমাবেশ, উত্তেজনা বিরাজ

 

আ ন ম সেলিম , পটিয়া (চট্টগ্রাম):

দক্ষিন চট্টগ্রামের পটিয়ার রাজনীতির মাঠে উত্তেজনা বিরাজ করছে । প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি একই সময় আজ শনিবার কাছাকাছি স্থানে সমাবেশ ডেকেছে।
একই দিন একই সময়ে বড় দুই দলের সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর রয়েছে বলে জানিয়েছেন,পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি পদযাত্রার আয়োজন করে। পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পদযাত্রা কর্মসূচিকে ঘিরে আজ শনিবার পাল্টা শান্তি সমাবেশ ডেকেছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ। রাজনীতির মাঠে সাপে নেউলে অবস্থা বিরাজমান বর্তমান পেক্ষাপটে এ নিয়ে সংর্ঘষের আশঙ্কা রয়েছে।

চট্রগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরের উপজেলা বিএনপির কার্যালয় থেকে ইন্দ্রপুল এলাকা পর্যন্ত পালন করা হবে বলে গত ১৬ আগস্ট ঘোষণা দিয়েছিলেন বিএনপি।

শনিবার বিকেল তিনটায় বেগম খালেদা জিয়া মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলার পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মাহবুবের রহমান শামীম। পদযাত্রা কর্মসূচী ফসল করতে দক্ষিণ জেলা বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।

অন্যদিকে, বিএনপির পদযাত্রা কর্মসূচি ঠেকাতে হঠাৎ করে শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিনের ফেইসবুক পেইজে বিএনপি জামায়াত শিবিরের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশের ডাক দিয়েছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকেল তিনটায় এ সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন । যদিও বিএনপি কার্যালয়ের কাছাকাছি পটিয়া থানার মোড়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ। পাল্টা পাল্টি এ সমাবেশ ও পদযাত্রাকে ঘিরে উপজেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচির ডাক দিয়েছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিতও করেছি। পটিয়া কলেজ গেইটস্থ বিএনপি কার্যালয় থেকে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রধান সড়ক হয়ে ইন্দ্রপুল এলাকায় পদযাত্রা সমাপ্ত করার কথা রয়েছে। বিকাল ৩টায় এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ পদযাত্রাকে রুখে দিতে আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করতে চাইছে। আওয়ামী লীগ থানার মোড়ে প্রধান সড়কের উপর শান্তি সমাবেশ করলেও আমরা তাদের ডিঙিয়েই নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পদযাত্রা করব। তাদের মনে রাখা উচিত আমরা দেশের বাইরের কেউ নই। আমরা এদেশের মানুষ। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখানোর দিন শেষ।

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ বলেন, বিএনপি যাতে পদযাত্রা কর্মসূচির নামে কোন ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে
সেজন্য আমরা শান্তি সমাবেশের ডাক দিয়েছি। তারা শুক্রবার দলীয় সিদ্ধান্তে এ সমাবেশের আয়োজন করেছেন। আমরা আওয়ামী লীগের লোকজন বিএনপিকে পটিয়া থানার মোড় এলাকা দিয়ে পদযাত্রা করতে দিব না। তারা প্রয়োজনে বাইপাস সড়ক দিয়ে পদযাত্রা করতে পারে।

এ ব্যাপারে ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, আমরা দুই দলের নেতা কর্মীদের মাঝে যেন কোন প্রকার অপ্রিতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেব্যাপারে অত্যন্ত সতর্ক রয়েছে পুলিশ। এসব কর্মসূচি থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা প্রস্তুত। সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন দুষ্কৃতকারী ও সুযোগ সন্ধানীদের বিশৃঙ্খলা-নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.