নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ায় এক ভূয়া পুলিশকে গ্রেফতার করতে সক্ষম হয় সাতকানিয়া থানার আসল পুলিশ প্রশাসন।
২৪শে আগষ্ট বৃহস্পতিবার উপজেলার জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এই নকল পুলিশকে গ্রেফতার করেন সাতকানিয়া থানা পুলিশ।
আটককৃত নকল পুলিশের নাম মো:সাইফুল (৩৬)সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার দক্ষিন লক্ষণ খোলার আলাউদ্দিন সাউদ এর ছেলে।
সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন,ভূয়া পুলিশ সেজে নারায়ণগঞ্জের সাইফুল সাতকানিয়া এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিলো, যাতে পুলিশ প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল।
এবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের নাম ব্যবহৃত
পুলিশ বেল্ট, ১টি পুলিশ ক্যাপ, ১টি জ্যাকেট, ১টি কালো ক্যাপ, ২টি এনড্রয়েট মোবাইল ও নগদ-২৬,০০০/-টাকা উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার হয়।
তার বিরুদ্ধে মামলা রেকর্ড করার পর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।