আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের হামলায় নারীসহ আহত ৬

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে মারধরের ঘটনায় উভয় পক্ষের নারীসহ ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার বটতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের হরিমহন মাষ্টারের পূর্ব শত্রুতার জের ধরে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের শিল্পী পল্লী চিকিৎসক কংসরাজ দত্ত ও সনজিত দত্তের পরিবারের এঘটনা ঘটে। এতে করে কংসরাজ দত্তের ভাই কমল রাজ দত্ত (৩৪), ভাইয়ের স্ত্রী নমিতা দত্ত (৩৫), মুন্নী দত্ত (৩০) ও অপর পক্ষের সনজিত দত্ত (৫১) তার ছোট ভাইয়ের স্ত্রী চুমকি দত্ত (২৮) এবং প্রতিবেশী দেবু দত্ত (৪৬) গুরুতর ভাবে আহত হয়।

এঘটনায় আনোয়ারা থানায় দু’পক্ষের দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার।

ঘটনার পর রাত আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটায় থানায় অভিযোগ দিতে এসে প্রতিপক্ষের হামলায় আনোয়ারা থানার পূর্ব গেইটে চট্টগ্রাম কেন্দ্রের শিল্পী পল্লী চিকিৎসক কংসরাজ দত্তের ভাই কমল রাজ দত্ত (৩৪), দেবু দেব (৪৬) ও ভাইয়ের স্ত্রী নমিতা দত্ত (৩৫) কে হামলা করে চুমকি দত্তের ভাই টিপু ও দীপু দত্তসহ বেশ কয়েকজন লোক।

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বিকম কান্তি দে জানান, বাড়িতে মারধরের ঘটনার পর আহতদের উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দিয়ে থানায় আসি। থানা থেকে বের হয়ে আসার সময় চুমকি দত্তের ভাই টিটু ও টিপু দত্তসহ বেশ কয়েকজন এসে হামলা করে তাদের উপর। ঘটনাটি আসলে দুঃখজনক।

চুমকি দত্তের ভাই দীপু দত্ত ঘটনা স্বীকার করে বলেন, তারা আমার বোনের পরিববারের উপর হামলা করায় রাতে আমরা পাল্টা হামলা করেছি।

বেতার চট্টগ্রাম কেন্দ্রের শিল্পী পল্লী চিকিৎসক কংসরাজ দত্ত জানান, দীর্ঘদিন ধরে বাড়ি পার্শ্বে আমাদের বাড়িতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে জোর পূর্বক এটি দখল করতে চাইলে আমরা বাঁধা দিই। এসময় তারা দেশীয় অস্ত্র দা-বটি নিয়ে আমাদের উপর হামলা করে সনজিতের লোকজন। এসময় স্থানীয়দের সহযোগিতায় প্রাণে রক্ষা পাই। পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে থানার আশ্রয় নিই। ওসি সাহেবের পরামর্শে থানা থেকে বের হয়ে অভিযোগ লিখে আনতে গেলে চুমকি দত্তের ভাই টিটু ও টিপু দত্তসহ ১০-১২ জন লোক আবারো হামলা করে এবং মারধর করে পালিয়ে যায়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটেছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.