পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় জমিতে কাজ করার সময় হ্রদরোগে আক্রান্ত হয়ে
আবদুল করিম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকেল ছয়টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিনানিহরা এলাকার ইলিয়াস খাঁ সড়কের বিপরীত পাশে পটিয়া কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে মেন্দা মিস্ত্রি বাড়ির পাশে নিজ বর্গা জমির আইল কাটার কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
মৃত আবদুল করিম উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিনানিহারা এলাকার মৃত আহম্মদের ছেলে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, কৃষক আবদুল করিম তার বাড়ি হতে কৃষি জমির আইল বাঁধার কাজ করতে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলে তার পরিবার তাকে বাড়িতে ফিরে আসতে না দেখায় খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তার পরিবারের লোকজন গিয়ে তাকে তার বর্গা জমির ভিতরে পড়ে থাকতে দেখতে পান। এসময় পরিবারের লোকজন পটিয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জমির কাদা মিশ্রিত মাঠি হতে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে আরো জানা যায়, তিনি আগ থেকেই হ্রদরোগী ছিলেন। ইতিপূর্বে দুইবার আরও দুইবার তিনি হ্রদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাদের ধারনা কাজ করার সময় আকস্মিকভাবে হার্ট এটাকে আক্রান্ত হয়। আশেপাশের লোকজন না থাকায় তার মুখের অংশ কাদার মধ্যে পড়ে মৃত্যু হয়। আজ শুক্রবার সকাল ১১ টায় নামাজে জানাজা শেষে তাকে নিজ গ্রামে দাফন করা হয়েছে।
পটিয়া থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একটি টিম কৃষি জমি থেকে কাঁদা মিশ্রিত অবস্থায় এক কৃষকের লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে সে আগ থেকেই হার্ট অ্যাটাকের রোগী ছিলেন। কাজ করার সময় সে হার্ট অ্যাটাক করে জমিতে পড়ে মারা গেছে।