সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় দুটি পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৩নং ওয়ার্ড রসুলাবাদ এলাকার মৃত আলী হোসেনের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন শিবলু (২৬) ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড কলাতলী এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ আবুল ফয়েজ(২৫)।
বুধবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসির আরাফাত।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ এলাকায় পরিত্যক্ত গোয়াল ঘর হতে একটি দেশীয় তৈরী বন্দুক (এলজি) ও দুই রাউন্ড কার্তুজসহ শিবলু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া খুনি বটতল নামক এলাকায় অভিযান চালিয়ে ২৮০০ পিচ ইয়াবাসহ মোঃ আবুল ফয়েজকে গ্রেফতার করা হয়।
পৃথক মামলা দায়েরের পর বুধবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।